দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বাল্যবিয়ে বন্ধ ও প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও নাটক প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বাল্যবিয়ে বন্ধ ও প্রতিরোধ বিষয়ক নাটক ‘মনি-মুক্তা’র উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, রাজানগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপালী চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শুল্কা রায়, বাবুল রায়, ছাত্রনেতা জুনায়েদ মিয়া প্রমুখ।