তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে একরাতে ১০ গরু চুরি হয়েছে। এ নিয়ে এলাকার কৃষকদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা ও পার্শ¦বর্তী তিওরজালাল গ্রামের আতাউর রহমান ও নুরজামানের বাড়ি থেকে এক রাতেই ১০ গরু নিয়ে যায় চোরেরা। গরু মালিক লোহাচুরা গ্রামের আতাউর রহমান ও তিওর জালাল গ্রামের নুরুজ্জামান এ বিষয়ে মঙ্গলবার দুপুরে তাহিরপুর থানায় পৃথক দুটি জিডি করেছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় জিডি এন্ট্রি হয়েছে। পুলিশ এ ব্যপারে তল্লাশী চালিয়ে যাচ্ছে।