স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফররুখ আহম্মদ তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুল হক, সহকারি প্রধান শিক্ষক মো. হারিছ উদ্দিন, ক্রীড়া শিক্ষক মো. বুরহান উদ্দিন, কমিটির বিদ্যুৎসাহী সদস্য মাহিদুল ইসলাম রাজীব, সহকারি শিক্ষক রুহুল আমিন, ধর্মীয় শিক্ষক মো. আব্দুল কাদির মানিক, সহকারি শিক্ষক আবু হানিফা, সহকারি শিক্ষিকা রওশনারা খাতুন, পরিচালনা কমিটির মহিলা সদস্য শাহানা বেগম, সহকারি শিক্ষিকা সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক আব্দুর রব হোসেন প্রমুখ।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু উল্লেখ করে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের কোন বিকল্প নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবেম সোচ্চার হতে হবে।