জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানবববন্ধনে অংশ নেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক মানিক মোহন চন্দ, ফৌজি আরা বেগম শাম্মী, আবু হানিফ নোমান, আজিজুল হক মাসুক, স্বপন কুমার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ইসলামের নামে কতিপয় বিপথগামী দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন বিঘিœত করার অপতৎপরতায় লিপ্ত। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবারে সচেতনতা সৃষ্টির মাধ্যেমে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।