ছাতক প্রতিনিধি ::
ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের তুমুল সংঘর্ষে ছাতক-সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সংঘর্ষের সময় দু’পক্ষের ইট পাটকেলে পথচারীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় গোবিন্দগঞ্জবাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মঙ্গলবার সকালে কলেজে কথা কাটাকাটি নিয়ে ছাত্রলীগ নেতা সামছুর রহমান সবুজ(২২)কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ট্রলার ঘাটে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ দু’গ্রুপের মধ্যে গোবিন্দগঞ্জ বাজার, ট্রলারঘাট ও পয়েন্টে দফায়-দফায় সংঘর্ষ অনুষ্ঠিত হয়। আহত শামসুর রহমান সবুজকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।