ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
খাসভূমি বিষয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা ভার্ড। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সেফাউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভূঁইয়া, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভার্ডের প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো. ওয়ালী উল্লাহ সরকার, কেবল বিবি, আয়শা আক্তার, উপসহকারী ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।