দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামে জনি বেগম (১৪) নামে আনন্দ স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সে গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমানের ৪ ছেলে ও ১ মেয়ে থাকায় মৎস্যজীবী এই পিতার পক্ষে তার সন্তানদের ভরণ পোষণ করা সম্ভব ছিল না। সব সময়ই সংসারে অভাব অনটন লেগে থাকতো। দরিদ্র পিতার পক্ষে ছেলে মেয়ের আবদার রক্ষা না করায় অভিমান করে গতকাল রোববার দুপুরে পরিবারের লোকজনদের অলক্ষ্যে বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে জনি বেগম আত্মহত্যা করে।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে। জনি বেগম মৃত্যুর ব্যাপারে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হবে বলে জানাগেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।