মোশাহিদ আহমদ / হোসাইন আহমদ ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ সুন্দরভাবে উন্নয়নের দিকে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারা দেশকে ধ্বংস করার জন্য নিরীহ মানুষকে হত্যা করছে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনই আওয়ামী লীগ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে দেশকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে।
তিনি রোববার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শান্তিগঞ্জ বাজারস্থ এফআইবিডিভি’র হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী এমএ মান্নান আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশ ও জাতির অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন অপকৌশলে লিপ্ত রয়েছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে। এ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবো।
এমএ মান্নান বলেন, বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু হয়নি। তিনি জাতির পিতার ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুফাচ্ছিরে ক্বোরআন ও দরগাপুর মাদরাসার মুহতামিম মাওলনা নুরুল ইসলাম খাঁন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন, সুনামগঞ্জ জেলা ওলামালীগ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, জেলা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি ফয়জুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক মো. নুর হোসেন, ইউপি সদস্যা সুলেখা রানী দাস প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা জিয়াউর রহমান ও গীতাপাঠ করেন জয়ন্ত চক্রবর্তী। জঙ্গীবিরোধী র্যালি ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কালাম, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আসাদুর রহমান, আবাব মিয়া, আব্দুল বাছিত সুজন, উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা নুরুল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা আফসার উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা পাবেল আহমদ, আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত জঙ্গিবাদবিরোধী র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, পাগলা স্কুল এন্ড কলেজ, হাজী আক্রম আলী দাখিল মাদরাসা, দামোধরতপী দাখিল মাদরাসা, আব্দুল মজিদ কলেজের শিক্ষক শিক্ষার্থী, আলেম সমাজ, ইমাম, উপজেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় ৫ শতাধিক জনগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
অপরদিকে বিকেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান দক্ষিণ সুনাগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর, পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোণা ও দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এসময় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।