বিশেষ প্রতিনিধি ::
সদ্য ঘোষিত কমিটিতে বিএনপি’র ৫ নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের ২ নেতার পাশাপাশি আরো ৩জন আছেন সহ-সম্পাদক হিসেবে। অপেক্ষায় শুধু ছিল সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। নেতাকর্মীরা আশা করেছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে সুনামগঞ্জে ১-২ জন নেতা স্থান পাবেন। কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে। সর্বশেষ সোমবার ঘোষিত কমিটিতে জেলার জাপার কোন নেতাই স্থান পান নি। সিলেট বিভাগের মোট ৩জন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।
বিএনপি’র ৫ নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাঁরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক চৌধুরী, সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান মিজান। এর আগেও জেলা বিএনপি’র বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন।
জাতীয় নেতা, দিরাই-শাল্লার এমপি সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের তনয় আজিজুস সামাদ ডন, তাঁর স্ত্রী মুমতাহিনা হাসনাত ডন ও বিশ্বম্ভরপুর উপজেলার দুর্জয় নামের এক নেতা আওয়ামী লীগের সাব-কমিটির সহ-সম্পাদকের দায়িত্বে আছেন। আওয়ামী লীগের প্রয়াত দু’এক জন নেতাও কেন্দ্রীয় কমিটিতে ছিলেন এর আগে।
আওয়ামী লীগ ও বিএনপি’র পর নেতাকর্মীরা আশা করেছিলেন বিরোধীদল জাপায়ও ১-২জন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিচ্ছেন। বিশেষ করে, জেলা জাপা’র আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদকে নিয়ে নেতাকর্মীদের জল্পনা কল্পনা ছিল। কিন্তু সোমবার ঘোষিত কমিটিতে সুনামগঞ্জের কোন নেতার স্থান হয়নি। নেতাকর্মীদের আশাও ভেঙে গেছে।