স্টাফ রিপোর্টার ::
“গানের রাজ্যে হাসির মেলা” -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমেডি ক্লাবের সহযোগী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল ‘সুনামগঞ্জ কমেডি ক্লাবে’র।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ রিভারভিউতে উদ্বোধন করেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ চ্যা¤িপয়ন আবু হেনা রনি। এই সময় স্থানীয় এবং জেলার বিভিন্ন কমেডিয়ানরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সুনামগঞ্জ কমেডি ক্লাবের এডমিন ফাহমিদুর রহমান পান্না’র সঞ্চালনায় শুরু হয় ওপেন কমেডি শো। এতে একে একে পারফর্ম করতে আসেন মীরাক্কেল চ্যা¤িপয়ন আবু হেনা রনি, এনটিভির কমেডি রিয়েলিটি শো হা-শো সিজন ৪ এর পারফর্মার আবিদুল ইসলাম রিমন এবং সিলেট কমেডি ক্লাবের স্টার পারফর্মার মাহির চৌধুরী, সিদ্দিকী বাপ্পী সহ আরো অনেকে।
সুনামগঞ্জ কমেডি ক্লাব নিয়ে আবু হেনা রনি বলেন, “আমার এই ক্ষুদ্র জীবনের বিশাল সঞ্চয়, এই কমেডি ক্লাবগুলো। সংস্কৃতির শহর হিসেবে পরিচিত হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, দূর্ব্বীন শাহ-এর সুনামগঞ্জে শুরু হতে হয়ে গেল কমেডি ক্লাব। এ যেন গানের রাজ্যে হাসির মেলা। আমি বিশ্বাস করি সুনামগঞ্জের মানুষ শুধু গানে নয়, একদিন কমেডি দিয়েও বিশ্ব জয় করবেন। রনি আরও জানান, এই বছরের মধ্যেই সিলেটের সব কয়টি জেলায় কমেডি ক্লাব প্রতিষ্ঠা করা হবে।