স্টাফ রিপোর্টার ::
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার শহরের হাজিপাড়াস্থ জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমানের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান। বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা আ.লীগের সিনিয়র নেতা অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, সাবেক এমপি সৈয়দ রফিকুল হক, অ্যাডভোকেট আলী আমজদ, হায়দার চৌধুরী লিটন, অবনী মোহন দাস, নজরুল ইসলাম সেফু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ওয়াহিদুর রহমান সুফিয়ান, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট আব্দুল করিম, শংকর দাস, নুরুল ইসলাম বজলু, অমল কর প্রমুখ।