তাহিরপুর প্রতিনিধি ::
“রুখো জঙ্গিবাদ, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে শনিবার দুপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী গণমিছিলটি বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন রোডে এক সমাবেশে মিলিত হয়।
তাহিরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, মাদ্রাসা শিক্ষক নুরুল হক মাস্টার, মাওলানা তাজ উদ্দিন সোহরাব, মাওলানা আব্দুল হান্নান, পৈলনপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা ছফি উল্লাহ্, হাফেজ মাওলানা আবুল বাশার নুরুল্লাহ্, মাওলানা দ্বীন ইসলাম আজাদী, মাওলানা আবু সাঈদ, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।