ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার ফেনারবাক ইউনিয়নের বীনাজুড়া গ্রামে শুক্রবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গিরিন্দ্র কুমার তালুকদার ও অখিল চন্দ্র পুরকায়স্থ পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে ১৯ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, গিরিন্দ্র তালুকদার বাদী হয়ে অখিল চন্দ্র পুরকায়স্থ সহ ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।