স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনায় মৃত ছাত্রী ইতি রানী বৈষ্ণবের এক আত্মীয় অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেনি বলে জানা গেছে।
সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, ছাত্রী আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশের হাতে এখনো ময়না তদন্তের রিপোর্ট পৌঁছেনি।