বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
আব্দুজ জহুর সেতু এলাকায় যানবাহন নিয়ে নিরাপদ অবস্থান ও সেতুর পশ্চিম পাড়ে গাড়ি স্টেশন স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চালবন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার মোটর সাইকেল চালকদের ২২ সংগঠনের সমন্বয়ে গঠিত মোটর সাইকেল ড্রাইভারদের সংগঠন সুবিতা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাড়ে মোটর সাইকেল, বাস, লেগুনা, কার, ট্রাক ও সিএনজিসহ সকল প্রকার যানবাহনের স্টেশন স্থাপন করার জোর দাবি জানানো হয়।
আব্দুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আখঞ্জি, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, সদর আ.লীগ নেতা হোসেন আলী, তাহিরপুর আ.লীগ সহ সভাপতি নুরুল হক, আ.লীগ নেতা হাফিজ উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য দেন সুবিতা সভাপতি আজিজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, সুবিতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শ্যামল বিশ্বাস রানা, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মাহেন্দ্র মোটর পরিবহন প্রতিনিধি জিএম তাশহিজ, সুবিতা সদস্য সৈয়দ আহমদ, আনোয়ার হোসেন, শামছু মিয়া, নুরুল মিয়া, মহিবুর রহমান মানিক, সৈয়দ হোসেন, আইয়ূব আলী, আজাদ, মর্তুজ আলী, আব্দুল খালেক, আক্তার, জমির হোসেন, তাজেল, ঈমান আলী, আনোয়ার, জুনায়েদ, নুর ইসলাম, নূর মিয়া, আব্দুল্লাহ চন্দন, রাজ্জাক, জামাল, শাহীন, সবুজ, শাহ আলম, মামুন, আতিকুল, মানিক, মনির, দেলোয়ার, রফিক, আয়াত, শাহীনূর, সিদ্দিক, শামীম, শরীফ উদ্দিন, দ্বীন ইসলাম, আবুল হোসেন, আব্দুন নূর, নাজির হোসেন, হারুন মিয়া, মবিন আলী, অদুদ, নাজিম আলম, আমিন, আলিম, নুরুল প্রমুখ।