স্টাফ রিপোর্টার ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় ৪ ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কলেজের অনার্স বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খালেদা আক্তার শাখী, মারজান আহমেদ গালিব, ঝুমা আক্তার, শেফালী বেগম, সুজন আহমেদ, দিপালী বেগম, রুজি আক্তার, আজিজুল হক, সীমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ৪ ঘণ্টার পরীক্ষা কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে অনার্স বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার সময় ৪ ঘণ্টা বহাল রাখার জন্য শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জোর দাবি জানান।