স্টাফ রিপোর্টার ::
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ছাত্রীরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা সদর থানা পুলিশকে খবর দেয়। কলেজের যে তিন তলা হোস্টেলের বাথরুমটিতে কলেজ ছাত্রী আত্মহত্যা করে সেখানে যেতে পুলিশ ও সংবাদকর্মীদের দম বন্ধ হয়ে যায়। ময়লা আবর্জনা ছিল প্রতি তলাতেই ভরা। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়।
সরেজমিনে তিন তলা ঘুরে দেখা যায়, প্রতিটি তলাতেই ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক জায়গায় রুমের সামনে ময়লার স্তুপ। অনেককেই নাক চেপে চলাচল করতে দেখা যায়।
তিন তলার যে স্থানটিতে ইতি রাণী বৈষ্ণব আত্মহত্যা করেছে তার চারপাশে ময়লা। গ্রিল, দরজায় পচা ভাত পড়ে আছে। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হোস্টেল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার করার মানুষ থাকলেও তাদেরও দ্বায়িত্ব পালন করতে দেখা যায়নি।
সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী বলেন, এই (নোংরা) পরিবেশে ছাত্রীরা লেখাপড়া করলে অসুস্থ হয়ে পড়বে। হোস্টেলটি সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার জালাল উদ্দিন বলেন, হোস্টেলে ভাতের ফেনা যত্রতত্র ফেলে দেয়ায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সব সময় তা পরিষ্কার-পরিচ্ছন্ন রখা হয়।