জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
ক্লাবের উপদেষ্টা বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রদল নেতা জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আলাল হোসেন, শাহেদ আহমদ, হুমায়ূন কবির ফরিদী, এখলাছুর রহমান নিকছন।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আনিসুর রহমান আনিস, শামসুজ্জামান শামীম, আনোয়ার হোসেন আনহার, ক্লাবের সদস্য জয়নুল হক জয়, মহসিন আহমদ, জামাল হোসেন, আশিক ইসলাম রুবেল, ছাইফুল ইসলাম, আতাউর রহমান, শামীম আহমদ, সালাহ উদ্দিন, ধন মিয়া, শাহ সাকিল, কামরুল ইসলাম, মতিন, চন্দন, রফিক, আজাদ হোসেন, লেবু, ফয়সল, গিয়াস উদ্দিন, রায়হান, সায়েক, কাহার, শরীফ হোসেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন করেন হাফিজ আতাউর রহমান।