সুনামকণ্ঠ ডেস্ক ::
শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান বেগমকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহ¯পতিবার দুপুর পৌনে ১টার দিকে সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর জাহান বেগম সাবেক ব্যাংকার ইকবাল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বরখানা পূবালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা তুলে রিকশা করে নগরীর পাঠানটুলার বাসায় ফিরছিলেন। সুবিদবাজার এলাকায় পৌঁছা মাত্র একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা শিক্ষিকার হাতে চাপাতি দিয়ে আঘাত করে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই শিক্ষিকাকে দ্রুত উদ্ধার করে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
চাপাতির আঘাতে শিক্ষিকার বাম হাতের তর্জনি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আরও তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
তবে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ ছিনতাইয়ের খবর জানেন না বলে জানান। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখছি।