দিরাই প্রতিনিধি ::
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে দ¤পতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার সকালে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের আয়োজনে নিউট্রিশন এ্যাট দি সেন্টারের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়।
ইউপি সদস্য অমলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপ মিয়া, কেয়ার নিউট্রিশন এ্যাট দি সেন্টারের প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সর্দার, উপজেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।