বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের নতুন মেয়াদের জনপ্রতিনিধিবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে পলাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাস্টার।
সভা শুরুতে ইউনিয়ন পরিষদের বইয়ে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সংরক্ষিত ১ আসনের সদস্য তফুরা বেগম, সংরক্ষিত ২ আসনের সদস্য আমেনা আক্তার, সংরক্ষিত ৩ আসনের সদস্য মুর্শিদা খাতুন। সাধারণ সদস্যবৃন্দের মধ্যে দায়িত্ব গ্রহণ করেন ১নং ওয়ার্ডের সেলিম আহমদ মিঠু, ২নং ওয়ার্ডের আবুল হোসেন, ৩নং ওয়ার্ডের আব্দুস সামাদ, ৪নং ওয়ার্ডের আলফাজ উদ্দিন কাজল, ৫নং ওয়ার্ডের রতন চন্দ্র দাশ, ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান, ৭নং ওয়ার্ডের আব্দুল কাদির, ৮নং ওয়ার্ডের রইছ উদ্দিন ও ৯নং ওয়ার্ডের অলি মিয়া।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, পলাশ ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, ব্যবসায়ী আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা কালি কুমার দাশ, রানেন্দ্র কুমার রানু, দুলাল মিয়া, নূর ইসলাম পাগলা, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহ জাহান মিয়া, শ্রমিকলীগ সহ-সভাপতি মোর্শেদ মিয়া, উপজেলা কৃষকলীগ সম্পাদক রুকন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ড আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুবলীগ নেতা আবু সালেহ, পলাশ আওয়ামী লীগ সম্পাদক ছয়ফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক অনিল চন্দ, বন ও পরিবেশ সম্পাদক মাসুদ আলম টাইগার, পলাশ যুবলীগ সভাপতি নিরঞ্জন দেবনাথ নিরি, সম্পাদক উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি বিল্টু দেবনাথ, যুবলীগ নেতা ধীরেন্দ্র দেবনাথ, ছাত্রলীগ পলাশ ইউনিয়ন সভাপতি এএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সুব্রত সরকার পার্থ, সাংগঠনিক সম্পাদক আবির দেবনাথ রুবেল, পলাশ ইজি বাইক শ্রমিকলীগ নেতা লিটন মিয়া প্রমুখ।