ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্র ভবনে বৃহস্পতিবার সকালে মা ও শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান ও শতভাগ মা এবং শিশুর মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের কেয়ার জিএসকে প্রকল্প এ সভার আয়োজন করে। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিদর্শক, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসীন করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, আরএমও ডা. শামস উল ইসলাম খান শাওন, মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান নয়ন, কেয়ার জিএসকের প্রকল্প কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ।
সভায় এ উপজেলার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট কোর-টিম গঠন করা হয়।