তাহিরপুর প্রতিনিধি ::
টাঙ্গুয়ার হাওর জীববৈচিত্র্য, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও বনায়নভূমি সংরক্ষণ সহব্যবস্থাপনা কমিটির বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টাঙ্গুয়ার হাওরপাড়ের ৮২ গ্রামের সুবিধাভোগী জনগণের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গুয়ার হাওর সহব্যবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল হাসান তুহিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, সংগঠক গুলেনূর মিয়া প্রমুখ।