জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে স্বজনশ্রী গ্রামের প্রতিপক্ষের লোকজনের হামলায় একই গ্রামের আব্দুল আলী (৫০) ও আব্দুল তাহিদ (৫৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে গুরুতর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।