জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর রাধারমণ ব্যান্ড দলের অন্যতম সদস্য, সাংস্কৃতিক কর্মী বিভাষ দেবের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাধারমণ ব্যান্ড দলের উদ্যোগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে রাধারমণ ব্যান্ড দলের পরিচালক আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সদস্য কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, ক্রীড়াবিদ সালাহ উদ্দিন, ব্যবসায়ী বিজন কুমার দেব, শশী কান্ত গোপ, শিক্ষক অনন্ত পাল, সাংস্কৃতিক কর্মী ইন্দ্রজিত সূত্রধর প্রমুখ।
এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজয় দে, কণ্ঠশিল্পী বীথি রাধা দেবনাথ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংস্কৃতিক কর্মী বিজয় কৃষ্ণ দেবনাথ, আবুল কাশেম, মৌসুমী রায়, শাওন রায়, দুলন মিয়া, এমডি উত্তম, গোলজার আহমদ, শমসের আলী, গৌতম দে, আশিষ দে, আকিক মিয়া, রমজান আলী, সুধাংশু সূত্রধর, আব্দুর রকিব, বেলাল মিয়া, রনি মিয়া, নুরুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে রথযাত্রা নিয়ে সংঘর্ষের ঘটনার জের ধরে গত ১ আগস্ট সোমবার রাত প্রায় সোয়া ১২টার দিকে পৌর শহরের সিলেটি বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের হামলায় সাংস্কৃতিক কর্মী বিভাষ দে (৪০) গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।