ছাতক প্রতিনিধি ::
ছাতকে আমির হোসেন (২০) নামের এক মাতাল পুত্রকে পুলিশে দিয়েছেন নির্যাতিত পিতা-মাতা। গতকাল মঙ্গলবার দুপুরে জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রে তাকে সোপর্দ করা হয়। আমির হোসেন সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আব্দুল হকের পুত্র।
ছেলেটির পিতা-মাতার অভিযোগ থেকে জানা যায়, আমির হোসেন মদ-গাঁজা পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। প্রায়ই মাতাল অবস্থায় বাড়িতে এসে সে পরিবারের লোকজনদেরকে নির্যাতন করতো। আমির হোসেনকে নেশা পান করা থেকে বিরত রাখতে বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তার মা-বাবা। অবশেষে বাধ্য হয়েই পিতা-মাতা তাদের মাতাল পুত্রকে পুলিশে সোপর্দ করেন।