জাতীয় সংসদের সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব ফজলুল হক আছপিয়া বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় ফজলুল হক আছপিয়ার বাসভবনে এই ফুলেল অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন আহমদ সোহেল, অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট মো. শেরেনূর আলী, অ্যাডভোকেট হানিফ সোলেমান, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল হুসাইন শিরিন, অ্যাডভোকেট রুবেল আহমদ, অ্যাডভোকেট শামছুদ্দোহা, অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, অ্যাডভোকেট আইন উদ্দিন প্রমুখ।
একই সময়ে সদর থানা বিএনপি’র আহ্বায়ক মো. আকবর আলীর নেতৃত্বে সদর থানা বিএনপি’র উদ্যোগেও ফজলুল হক আছপিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অভিনন্দন জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, বিএনপি নেতা আবুল মনসুর শওকত, সাইফুল্লাহ হাসান জুনেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি