দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক-এর বদলি জনিত বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্যজীবী ও মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
মৎস্যচাষী সমিতির সভাপতি করম উদ্দিনের সভাপতিত্বে ও শাহীন আহমদ রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দলিল লেখক সমিতির সভাপতি সেকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদ, মিজানুর রহমান, ব্যবসায়ী রুবেল চৌধুরী, কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের স¤পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, মৎস্যচাষী রাসেল চৌধুরী, সোয়াব চৌধুরী, শাহার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শেষদিকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।