ছাতক প্রতিনিধি ::
ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল রাখতেই কলেজ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুরে কলেজে ছাত্রলীগ নেতা বাবলা আহমদ ও মিফতাউল করিমের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে অন্তত ৫ নেতা-কর্মী আহত হন। আহতরা হলেন ছাত্রলীগ নেতা বাবলা আহমদ, মিফতাউল করিম, হাবিবুর রহমান, রেজাউল করিম ও শিপাউল করিম।
ফের সংঘর্ষের আশঙ্কায় জাউয়াবাজার ডিগ্রী কলেজ ৩দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার জানান মঙ্গলবার থেকে কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।