বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে বাল্যবিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে পলাশ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১২)-এর বাল্যবিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. তালুত ঘটনাস্থলে যেয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এদিকে বিয়ে বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি জানতে পেরে বর কনের বাড়িতেই আসেনি। এছাড়া কনের পিতাসহ অন্যান্য আত্মীয়রা পালিয়ে যায়। পরে মেয়েটিকে অপ্রাপ্ত বয়সে বিয়ে না দেয়ার শর্তে কনের মামার নিকট থেকে মুচলেকা নেয়া হয়।