স্টাফ রিপোর্টার ::
পূর্ব শত্রুতার জের ধরে শহরের জামতলা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও সদর মডেল থানা পুলিশ সূত্র অনুযায়ী, রাত আনুমানিক সোয়া এগারোটার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জামতলার শিশু একাডেমি এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাহেল মিয়া, ফয়সল আহমদ, ফাহিম ও সোহানসহ আরো ২জন। এর মধ্যে আহত রাহেল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
এ ব্যাপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, রাতের বেলা শহরের জামতলায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা হয়েছে। এ ব্যাপারে দুই পক্ষের লোকজনই থানায় অভিযোগ করেছে। গুরুতর আহত ৬জন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।