বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অধীন ধনপুর ইউপির কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী (এআই টেকনিশিয়ান) মোহাম্মদ বদরুল আলম কৃত্রিম প্রজনন কার্যক্রমে কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০১৫-১৬ অর্থ বছরে সিলেট বিভাগে তৃতীয় সেরা স্বেচ্ছাসেবী হিসেবে সনদ ও সম্মাননা স্মারক অর্জন করেছেন।
গত ৮ আগস্ট সিলেটস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রাণিসম্পদ অধিদপ্তর প্রধান কার্যালয়-এর উপ পরিচালক মো. হযরত আলী আকন্দ (কৃত্রিম প্রজনন, ঘাস উৎপাদন) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-পরিচালক ডা. অচিন্ত কুমার সাহা, কৃত্রিম প্রজনন কেন্দ্র সিলেটের সহকারি পরিচালক (এপি) ডা. মো. সফিউল আহাদ সরদার, সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজহারুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মউদুদুর রহমান খাঁন সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে কৃত্রিম প্রজনন কার্যক্রমে কর্মদক্ষতার স্বীকৃতি সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন মো. বদরুল আলমের হাতে।
মো. বদরুল আলম উপজেলার ধনপুর ইউপি’র পশ্চিম মেরুয়াখলা গ্রামের মরহুম ডা. হাছান আলীর পুত্র। (বিজ্ঞপ্তি)