স্টাফ রিপোর্টার ::
“রুখো জঙ্গিবাদ, গড়ো অসাম্প্রদায়িক বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী র্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবন থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামের দোহাই দিয়ে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকান্ড করছে তারা ইসলামকে কলঙ্কিত করছে। ইসলামে জঙ্গিদের কোন স্থান নেই। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। জঙ্গিরা ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার পথ বেছে নিয়েছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে তিনি সমাবেশে উপস্থিত জনতাকে শপথবাক্য পাঠ করান।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা প্রশাসকের পক্ষে এনডিসি সোহেল রানা, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, দৈনিক সুনামকণ্ঠ’ সম্পাদক ও প্রকাশক এবং জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি প্রদীপ পাল নিতাই, পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ দে, যুব মহিলী লীগ নেত্রী সানজিদা নাসরিন ডায়না, আমান উল্লাহ প্রমুখ। র্যালি এবং সমাবেশে অংশ নেয় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ থিয়েটার, চন্দন সাংস্কৃতিক সংঘ ও শিশু সংগঠন, সালমান শাহ স্মৃতি পরিষদ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, সমকাল সুহৃদ সমাবেশ, লোকদল শিল্পীগোষ্ঠী, সৃষ্টি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, ধানেশ্রী সংগীত একাডেমী, সুরালোক সংগীত বিদ্যালয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সৌখিন নাট্য সংস্থা, সারেগামা শিশু সংগঠন ও সামাজিক সংঘ, জেলা রোভার স্কাউট, বুলবুল সংগীত নিকেতন, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা শিশু সংগঠন, স্বপ্নাদর্শ সুনামগঞ্জ, জেলা গীতিকার ফোরাম ও একতা বাউল সংঘ, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট, শতদল শিল্পী গোষ্ঠী ও সংগীত বিদ্যালয়, প্রতিবন্ধী সংস্থাসহ অন্যান্য সংগঠন।