স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিজিপি’র জেলা ফ্যাসিলিটেটর খন্দকার ববিউল আউয়াল নাসিম ও পিএ মোহাম্মদ মাসুম মিয়া। সভায় নবনির্বাচিত ৯ জন ওয়ার্ড মেম্বার ও ৩জন মহিলা মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্যানেল চেয়ারম্যান হিসেবে ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড মেম্বার মহিনুর রহমান ও ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ময়না বেগমকে নির্বাচিত করা হয়।