বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে হাছু মিয়া (৪৫) নামে এক মদ্যপকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সে উপজেলার ধনপুর ইউপি’র মেরুয়াখলা গ্রামের ওয়াইজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, মেরুয়াখলা গ্রামে শনিবার দিবাগত রাতে মদ পান করে মাতলামি ও প্রতিবেশীর উপর হামলার দায়ে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ মদ্যপ হাছু মিয়াকে মেরুয়াখলা গ্রাম থেকে গ্রেফতার করে। রোববার তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।