তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার টেকেরঘাট চুনা-পাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নাম পরিবর্তন না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লাকমা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, আমরা হাওরবাসী সংগঠনের সমন্বয়কারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, দুলু মিয়া, আবুল কাসেম, খলিলুর রহমান, রেজাউল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা চাই টেকেরঘাট চুনা-পাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ যে নামে আছে সে নামেই থাকবে। আমরা এর নতুন নামকরণ চাই না। আমরা এ বিষয়ে বিসিআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।