তাহিরপুর প্রতিনিধি ::
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান হবে না। এদেশে যারা জঙ্গি ও সন্ত্রাস করছে তারা জঙ্গি নয়, তারা জামায়াত শিবির। সময়ের ব্যবধানে খোলস পাল্টে তারা দেশে সন্ত্রাস ও নাশকতা করছে। আসুন সবাই মিলে এসব সন্ত্রাসী জামায়াত-শিবিরের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’
গতকাল শনিবার বিকেলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সভার শুরুতেই ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো. আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, হাজী জালাল উদ্দিন, আ.লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদস্য মনমোহন পাল মতিশ, অছিউর রহমান, হাজী ইউনুছ আলী, সচিব রাজেশ তালুকদার প্রমুখ।