স্টাফ রিপোর্টার ::
জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের ব্যাপারে সকলকে তাগিদ দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, সকলে একটি করে বৃক্ষের চারা রোপণ করলে কয়েক লাখ বৃক্ষ হয়ে যায়। বৃক্ষরোপণে সফলতা কামনা করে জেলা প্রশাসক বলেন, পরিবেশ বিপর্যয় ঠেকাতে বেশি করে গাছ লাগানো দরকার। বাসা-বাড়ির আঙিনা ও স্কুল-কলেজেসহ সকল স্থানে গাছ লাগাতে হবে। এবং আমরা এই বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করতে চাই। এজন্য সকলকে সচেতন করতে লিফলেটসহ প্রচারণামূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র এএসপি তাপস রঞ্জন ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি নূরুর রব চৌধুরী প্রমুখ।