তাহিরপুর প্রতিনিধি ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে তাহিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ-সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, বিশ্বজিৎ সরকার, আফতাব উদ্দিন, রঞ্জু মুখার্জি, হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সেলিম আখঞ্জী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।