স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে শহরের আলফাত স্কয়ারে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেয়। মুক্তিযোদ্ধা সংসদও এ কর্মসূচিতে সংহতি জানায়। জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জ শাখার কর্মকর্তা সামছুল হক-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ.ত.ম. সালেহ, জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জ শাখার সভাপতি ফৌজি আরা শাম্মী, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হায়দার চৌধুরী লিটন, সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার কলি, সঞ্চিতা চৌধুরী, মুক্তিযোদ্ধা হাজী আব্দুস শহীদ, জেলা যুব মহিলা লীগ নেত্রী সানজিদা নাসরিন ডায়না, সাদিয়া বখ্ত সুরভী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আজ হুমকির মুখে পড়েছে। তাই সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ শুধু কোনো ব্যক্তি বা দলের সমস্যা নয়। জঙ্গিবাদ জাতীয় সমস্যা। দেশকে এই সমস্যার বেড়াজাল থেকে বের করে আনতে ঐক্যের বিকল্প নেই।
এদিকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে। গতকাল রোববার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান, কালিপদ তালুকদার, ইসমাইল হোসেন, শিক্ষক মাহমুদুর রহমান, আজাদ মিয়া, সামায়ুন কবির, নানু মিয়া প্রমুখ।