ছাতক প্রতিনিধি ::
ছাতকের আন্ধারিগাঁও পয়েন্টে ছাতক সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেলিম মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন, এমএ কাদির, আমিনুল ইসলাম আতর, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেডিএস এনামুল হোসেন, ইউপি সদস্য ইব্রাহিম আলী, সুলতান মিয়া, ময়না মিয়া, আব্দুস ছালাম, মুহিবুর রহমান, মারুফ আহমদ, আতাউর রহমান, সদস্যা তাহমিনা বেগম, রওশন আরা, শিক্ষক নিজাম উদ্দিন, সাবেক মেম্বার সানুর আলী, সমরুজ আলী, রইছ আলী, নিজাম উদ্দিন, শ্রমিক নেতা জালাল উদ্দিন, আমির আলী, সুবোধ চন্দ্র দাস প্রমুখ।
এসময় ইউনিয়নের আব্দুস সহিদ জুয়েল, সজ্জাদ আলী, আব্দুল মতিন, জিল¬ুর রহমান, এখলাছুর রহমান, আবুল হোসেন, আব্দুল মছব্বির, আব্দুস ছালাম, আইয়ূব আলী, গোলাম মোস্তাফা, আরজ আলী, সাধু, মশরু আহমদ, ইউসুফ আলীসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।