স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের প্রথম কার্যদিবস ছিল গতকাল রোববার। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের আঙিনা ও কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। শুরুতেই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে চেয়ারম্যান মো. ফুল মিয়াকে বরণ করে নেন। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছিদ্দিকুর রহমান।
মাহফিল শেষে ইউনিয়ন পরিষদের বিবিধ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মো. ফুল মিয়ার সভাপতিত্বে এবং সচিব মহিতোষ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড সদস্য মো. মমিন মিয়া, ওয়ার্ডের ২নং সদস্য মহিম উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য নান্না বেগম, ৫নং ওয়ার্ড সদস্য আইয়ুব আলী, ৬নং ওয়ার্ড সদস্য ফয়জুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য রবিউল আউয়াল, ৮নং ওয়ার্ড সদস্য জমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য মো. আয়না মিয়া, মহিলা সদস্যা সমলা রানী বর্মণ, শাহানা বেগম, প্রতিমা রানী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য লোকদের মধ্যে সৈয়দ মিয়া, মো. আব্দুল মালিক, মো. মনিরুল ইসলাম, মো. ওয়াহিদ মাস্টার, মো. দারু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।