জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে র্যালিটি শহরের হাছননগর এলাকা প্রদক্ষিণ শেষে হাছননগরস্থ মাদ্রাসা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর সমরাজ আলী, সহকারি শিক্ষক লাল মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ক্ষমা রাণী ভৌমিক, সত্যেন্দ্র পন্ডিত, অভিভাবক সদস্য জহির মিয়া, শিক্ষক আইরিন বেগম, আব্দুল মোছাব্বির, মহরম আলী, অভিভাবক বিলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ। সংবাদ বিজ্ঞপ্তি