স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় একদিনে সাতটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিনব্যাপী বাল্যবিয়ে বন্ধে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী জানান, শুক্রবার সদর উপজেলায় মোট সাতটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকার শান্তিবাগ ও মোল্লাপাড়া ইউপি’র মোল্লাপাড়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করার জন্য বলা হলেও পরিবারগুলো বিয়ের আয়োজন করে। তাই বর, কনের পিতা ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া গৌরারং ইউনিয়নের চানপুর গ্রামে ২টি, লক্ষণশ্রী’র মদনপুর গ্রামে, সুরমা’র বালিকান্দি, পৌর এলাকার ওয়েজখালিতে আয়োজিত বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়েছে।