দিরাই প্রতিনিধি ::
‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চাই না’ শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, অর্থ সম্পাদক সৈয়দুর রহমান তালুকদার, দিরাই উপজেলা যুবদলের প্রচার সম্পাদক সুমন মিয়া, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, টিএফ ফখরুল, জাকির হোসেন, লুৎফুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ওবায়দুল হক মিলন, প্রবাসী মিজানুর রহমান, নাসিমা আক্তার, পূর্বাণী রানী, কেয়া রানী, রোমান, শাহীদুর রহমান, মিজান সরদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বিদ্যুৎকেন্দ্র হোক আমরাও চাই কিন্তু সুন্দরবন ধ্বংস করে আমরা বিদ্যুৎকেন্দ্র চাই না। সুন্দরবন আমাদের বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন চলছে। জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকা রয়েছে। বক্তারা সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।