স্টাফ রিপোর্টার ::
অকুতোভয় ও অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা উজির মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো শেষে ষোলঘরস্থ কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। তাঁর নামাজে যানাযায় হাজারো মুসল্লি অংশ নেন। বুধবার রাত ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির এই সূর্য সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার সকাল থেকেই মুক্তিযোদ্ধা উজির মিয়াকে শেষ দেখা দেখতে জনতা তাঁর বাড়িতে ভিড় জমান। রণাঙ্গনের যোদ্ধারাও উপস্থিত হন সেখানে। এসময় এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়।
বাদ জোহর মুক্তিযোদ্ধা উজির মিয়ার জানাজা শহরের ষোলঘর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকেস লেইছ, অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী, অ্যাড. সালেহ আহমেদ প্রমুখ।
এদিকে মুক্তিযোদ্ধা উজির মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।