দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জে ৫ জুয়াড়িকে দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের মৃত আব্দুছ ছত্তারের পুত্র আবুল হাসান খেলন (৪৬), ঠাকুরভোগ গ্রামের মৃত ইসলাম খাঁনের পুত্র তোফায়েল খাঁন (২৮), একই গ্রামের মজুমদার আলীর পুত্র রাজাক মিয়া (৪০), টাইলা গ্রামের মৃত ললিত মোহন দাসের ছেলে সুদীপ দাস (২৭) ও দুর্গাপুর গ্রামের কালাই মিয়ার ছেলে হবিজুল হক (৪৮)। এদের মধ্যে হবিজুল হক, তোফায়েল খাঁন, রজাক মিয়া, সুদীপ দাসকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড ও ইউপি সদস্য আবুল হাসান খেলনকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
দক্ষিণ সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আলী বারী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সময় হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে বৃহ¯পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা ও অনাদায়ে কারাদন্ডাদেশ প্রদান করা হয়।