তাহিরপুর প্রতিনিধি ::
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ারপাড়স্থ দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ গ্রামের সুবিধাভোগী জনগণের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন সভাপতি রাখাল সরকারের সভাপতিত্বে উন্নয়ন সংস্থা সিএনআরএসের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাবুবুল হাসান, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন, প্রধান শিক্ষক মহিবুল কিবরিয়া, সাংবাদিক রনেন্দ্র নারায়ণ বৈশাখ, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু ও কেয়ার বাংলাদেশ উপজেলা সমন্বয়কারী চন্দ্র শেখর দাস প্রমুখ।
সভায় বক্তারা টাঙ্গুয়া হাওরের জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ ও বনায়নের রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।