জামালগঞ্জ প্রতিনিধি ::
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জামালগঞ্জে আকস্মিক সফর করেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার পরপরই উপজেলা পরিষদের কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। জেলা প্রশাসক উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস ব্যতিত সকল অফিস তালাবদ্ধ দেখতে পান। উপজেলা পরিষদের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ অধিকাংশ অফিস তালাবদ্ধ পেয়ে জেলা প্রশাসক মোবাইল ফোনে নিজেই দৃশ্যগুলো ধারণ করেন। জেলা প্রশাসক জামালগঞ্জ থেকে ধর্মপাশা উপজেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা হবার পর উপজেলার কর্মকর্তাদের ঘুম ভাঙে।
বিষয়টি জানাজানি হলে উপজেলার সদর ও অফিস পাড়ায় সারাদিন বিষয়টি আলোচিত হয়। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের ভেতরে জামালগঞ্জ কিন্ডারগার্টেন পরিদর্শন করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা জানান, জেলা প্রশাসক মহোদয় আকস্মিক জামালগঞ্জ এসেছেন, আমি নিজেও জানতাম না। স্যার জামালগঞ্জ পরিষদে এসে অধিকাংশ অফিস তালাবদ্ধ পান, স্যার এসময় নিজে নিজে ছবি তুলেন। পরে জামালগঞ্জ কিন্ডারগার্টেন পরিদর্শন করে গেছেন।