স্টাফ রিপোর্টার ::
শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন রংধনু’র আয়োজনে ‘স্পেলিং কনটেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধ বানান লেখার প্রতিযোগিতাটি বৃহস্পতিবার সকালে শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়। এতে অংশ নেন স্কুলটির নবম ও দশম শ্রেণির ছাত্রীরা। প্রভাতী এবং দিবা শিফটে দুটি আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন করে রংধনু। এরমধ্যে শুদ্ধ বানান লিখে প্রভাতী শিফটে ১ম স্থান অধিকার করেন নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ঝিনুক দাশ। এ শিফটে ২য় হন নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের সুস্মিতা গোস্বামী এবং ৩য় স্থান অধিকার করেন নবম শ্রেণির একই বিভাগের ছাত্রী মাহবুবা আক্তার রুপালী।
অপরদিকে, প্রতিযোগিতায় অংশ নিয়ে দিবা শিফটে ১ম স্থান অধিকার করেন বিদ্যালয়টির নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সামান্তা বর্মণ। এ শিফটে ২য় স্থান অধিকার করেন দশম শ্রেণির ছাত্রী বুশরা আক্তার এবং ৩য় হন নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী তামিমা তাসমিম ইপ্তি।
আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মোফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র দাশসহ অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংধনু সামাজিক সংগঠনের সভাপতি মোমেন তালুকদার ও ফেরদৌস হাসান সায়েম।
এসময় রংধনু সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতার শেষ দিকে এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে রংধনু সামাজিক সংগঠনের সাব কমিটি গঠন করা হয়।